এক নজরে ৪নং আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদ................ আখাউড়া উত্তর ইউনিয়ন পরিষদটি ইউনিয়ন বোর্ড ছিল। পরবর্তিতে এই পরিষদে নির্বাচিত পরিষদ গঠিত হয়। এই পরিষদ এলাকায় আখাউড়া রেলওয়ে জংশন, তিনটি উচ্চ বিদ্যালয়, একটি মাধ্যমিক বিদ্যালয়, খড়মপুর গ্রামে বিখ্যাত ওলী হযরত শাহ্ সৈয়দ আহম্মদ গেছুদারাজ রাহমাতুল্লাহি আলাইহি এর মাজার, মন্দির, মসজিদ, শ্মশান, কবরস্থান ইত্যাদি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আছে। ১২/১২/১৯৯৯ সালে এই ইউনিয়নের একটি বড় অংশ নিয়ে আখাউড়া পৌরসভা গঠিত হয়। অত্র ইউনিয়নের অভ্যন্তরে আজমপুর রেলওয়ে স্টেশন অবস্থিত। এ ইউনিয়নের অধিকাংশ মানুষই ব্যবসায়ী ও চাকুরীজীবি । তবে মধ্যপ্রাচ্য সহ অন্যান্য উন্নত দেশে ও অনেক লোক চাকুরীরত আছেন। ইউনিয়নে শিক্ষা প্রতিষ্ঠান- ০১. ইউনিয়নের আয়তনঃ- ২৩.৩৫ বর্গ কিলোমিটার। ০২. গ্রামের সংখ্যা ০৮টি। ০৩. মৌজার সংখ্যা ০৮টি । ০৪. জনসংখ্যা ১১৪৩৯ জন। ০৫.ভোটার সংখ্যা ৭৬০০ প্রায়। ০৬.মহাবিদ্যালয় নাই। ০৭.মাধ্যমিক বিদ্যালয় ০১টি। ০৮. নিম্ন মাধ্যমিক নাই। ০৯.সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৬টি। ১০. মাদ্রাসা ০৪টি। ১১. হাসপাতাল/স্বাস্থ্য কেন্দ্র ০১টি। ১২.কমিউনিটি ক্লিনিক ০৩টি। ১৩.কিশোর -কিশোরী ক্লাব ০৩টি। ১৪.মসজিদ ১৮টি। ১৫.মন্দির ০৩টি। ১৬.হাট-বাজার ১৭. ব্যাংক নাই। ১৮.পুকুর ৬০ টি। ১৯.ব্রীজ ৮টি। ২০.কাচা রাস্তা ১০.২৫ কিলোমিটার। ২১.পাকা রাস্তা ২১.৩১ কিলোমিটার। ২২.গভীর নলকূপ ৪১২ টি। ২৩. ইউনিয়ন ভূমি অফিস ০১টি। গ্রাম ভিত্তিক লোক সংখ্যাঃ( ব্রাহ্মনবাড়িয়া জেলা প্রশাশক কাযালয়ের স্থানীও সরকার শাখার সারক নং এল জি/ ২-৮/১৯-২১৮(৩) তারিখঃ ১২/০৪/২০০০ মতাবেক ০১৷ আমোদাবাদ পুর্ব-১৫০০জন, ০২। আমোদাবাদ পশ্চিম-১২৫৬জন ০৩। রাজাপুর-৯৪৫জন ০৪। রামধননগর পুর্ব-১৭০০জন ০৫। রামধননগর পশ্চিম-১১৩২জন ০৬। করুয়াতলী উত্তর-১১৬৬জন ০৭। আজমপুর-১০০৩জন ০৮। চাঁনপুর-১৪০৭জন ০৯। (আনোয়ারপুর,কল্যাণপুর,খালাজুড়া)-১৩৩০জন মোটঃ-১১৪৩৯জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস